॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ চত্বরে গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুর ১টার দিকে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, বেসরকারী সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
ঢেউটিন ও চেক বিতরণকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে এমপি জিল্লুল হাকিম বলেন, বাড়ীতে রান্না বান্নার সময়ে মহিলাদের অসতর্কতার কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আবার গোয়াল ঘরে মশার কয়েল থেকেও অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এসব অগ্নিকান্ডের কারণে জীবনহানীসহ জানমালের ক্ষতি হচ্ছে। তাই অগ্নিকান্ড যাতে না ঘটে তার জন্য বাড়ীর সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন তিনি।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ঢেউটিন ও চেক বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী খান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর শাকিল, যশাই ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পাংশায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ১১০ বান্ডিল ঢেউটিন ও ৩লাখ ৩০হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ১১০টি পরিবারের মাঝে প্রত্যেকের ১বান্ডিল করে ঢেউটিন ও ৩হাজার টাকার চেক বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৫৭টি পরিবারের মাঝে প্রত্যেকের ১বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।