বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন এমপি মোঃ জিল্লুল হাকিম

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ চত্বরে গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুর ১টার দিকে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, বেসরকারী সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
ঢেউটিন ও চেক বিতরণকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে এমপি জিল্লুল হাকিম বলেন, বাড়ীতে রান্না বান্নার সময়ে মহিলাদের অসতর্কতার কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আবার গোয়াল ঘরে মশার কয়েল থেকেও অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এসব অগ্নিকান্ডের কারণে জীবনহানীসহ জানমালের ক্ষতি হচ্ছে। তাই অগ্নিকান্ড যাতে না ঘটে তার জন্য বাড়ীর সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন তিনি।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ঢেউটিন ও চেক বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী খান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর শাকিল, যশাই ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পাংশায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ১১০ বান্ডিল ঢেউটিন ও ৩লাখ ৩০হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ১১০টি পরিবারের মাঝে প্রত্যেকের ১বান্ডিল করে ঢেউটিন ও ৩হাজার টাকার চেক বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৫৭টি পরিবারের মাঝে প্রত্যেকের ১বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!