বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

যারা দেশকে মেনে নিতে পারেনি সেই বিএনপি জামায়াত এখনো পাকিস্তানের কথা চিন্তা করে —রাজবাড়ী-১ আসনে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেছেন, মূলঘর ইউনিয়ন হচ্ছে নৌকার ইউনিয়ন। এ ইউনিয়ন হচ্ছে মুজিবনগর ইউনিয়ন। আমি যতবার নির্বাচিত হয়েছি ততবারই সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশী ভোট পেয়েছি এই মূলঘর ইউনিয়নে। সে কারণে মূলঘর ইউনিয়নবাসীকে আমি মনে প্রাণে সবচেয়ে বেশী ভালবাসি।
গতকাল ১৮ই সেপ্টেম্বর বিকেলে রশোড়া বাজারে মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা বিএনপির আমলও দেখেছেন, আওয়ামী লীগের আমলও দেখেছেন। কার আমলে দেশে উন্নয়ন হয়েছে তা আপনারাই ভাল বলতে পারবেন। ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ছিল। এই ১০বছরে তারা মূলঘর ইউনিয়নের কতটুকু রাস্তা পাকা করেছে তা কেউ বলতে পারবে না। বিএনপির উন্নয়ন শুধু জনসভায়। আমরা যারা আওয়ামী লীগ করি তারা মিথ্যাচার করি না। হত্যার রাজনীতি করিনা। ইতিপূর্বে বিএনপির কাঠ বাবুর নেতৃত্বে এ ইউনিয়নে ভোট কাটতে এসেছিল। আপনারা তাকে ভোট কাটতে দেননি। তারা দৌড়ে এখান থেকে পালিয়েছিল। সেই কাঠ বাবুও নেই। জাহানারাও নেই।
সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, টেলিভিশনে বিএনপির রিজভী আহম্মেদ ও মীর্জা ফকরুল ইসলাম আলমগীর শুধু মিথ্যাচার করে। তারা মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্তিতে ফেলতে চায়। কিন্তু তাদের কথা এখন আর কেউ বিশ^াস করে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে। যারা এদেশকে মেনে নিতে পারেনি সেই বিএনপি-জামাত এখনো পাকিস্তানের কথা চিন্তা করে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। দেশে শান্তির জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। দেশে বিদ্যুত্যের একুট সমস্যা আছে। আমরা ২ কোটিরও একটু বেশী নতুন গ্রাহককে বিদ্যুৎ দিয়েছি। অপরদিকে দেশে ব্যাটারী চালিত ইজি বাইক প্রচুর পরিমান হওয়ায় বিদ্যুতের সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা যদি নতুন গ্রাহকদের বিদ্যুৎ না দিতাম তাহলে এক মিনিটের জন্যও বিদ্যুৎ যেত না। তবে আগামী জুন মাসের মধ্যে বিদ্যুতের এই সমস্যা আর থাকবে না।
মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম, এ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু, কোষাধ্যক্ষ আজগর আলী বিশ^াস, প্রচার সম্পাদক এডঃ শফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। পরে ‘পদ্মা সেতু করি বো নির্মাণ’ খ্যাত কন্ঠ শিল্পী আকাশ সংগীত পরিবেশন করেন।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!