রাজবাড়ী শহরসহ জেলার সর্বত্র চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিক্সা, রিক্সা ও ভ্যানসহ নসিমন, করিমন, এমনকি মোটর সাইকেল গুলোতেও অবৈধভাবে যত্রতত্র ব্যবহার করা হচ্ছে অননুমোদি এলইডি লাইট। শুধু হেডলাইট হিসেবেই নয়, ঐ সকল যানবাহনের বডি’র বিভিন্ন স্থানেও ইচ্ছামতো ব্যবহার করা হচ্ছে স্বল্প মূল্যের ও সহজপ্রাপ্য এই এলইডি লাইট। এর আলো চোখের মারাত্মক ক্ষতির পাশাপাশি রাতে দুর্ঘটনার জন্যও অনেকাংশে দায়ী। কারণ এই এলইডি’র তীব্র আলো চোখের উপর পড়লে অন্য যানবাহনের চালক চোখ এবং পথচারী সাময়িকভাবে চোখে ঝাপসা দেখে। এ বিষয়ে দেখার যেন কেউ নেই। ভুক্তভোগীরা এই লাইটের আলোর অপব্যবহার বন্ধে জরুরী ভিত্তিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন -কবির হোসেন।