শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাজবাড়ী বিদ্যুতের সাব-স্টেশনের অবস্থা জরাজীর্ণ॥ক্যাপাসিটি না বাড়ানোয় ঘন ঘন লোডশেডিং হচ্ছে॥প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গ্রহণের জন্য এমপি-ডিসি’র নির্দেশ

  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই সেপ্টেম্বর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় কমিটির সদস্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের শেখ, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং বিভিন্ন সরকারী দপ্তরের উপ-পরিচালক ও জেলা কর্মকর্তাগণসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় পূর্বের সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান।
সভার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আল্লাহর অসীম রহমতে বাঁধ না ভাঙ্গায় এবারের মত রাজবাড়ী জেলার অনেক মানুষ বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে। আগামী বন্যার আগে আমরা বর্তমান সরকার কর্তৃক গৃহীত ৩৪৩ কোটি টাকার জেলা শহর রক্ষা প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে পারলে বন্যার হাত থেকে রাজবাড়ী শহর রক্ষার স্থায়ী সমাধান হবে। পরবর্তীতে রাজবাড়ী থেকে ধাওয়াপাড়া ঘাট পর্যন্ত আরো একটি প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করলে এই বাঁধ রক্ষার স্থায়ী সমাধান হবে।
তিনি বলেন, বর্তমানে রাজবাড়ী জেলার বিদ্যুৎ বিভাগের মধ্যে ওজোপাডিকোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে বিদ্যুতের লোডশেডিং প্রকট আকার ধারণ করেছে। এতে বর্তমান সরকারের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
তিনি বিদ্যুৎ বিভাগ বিশেষ করে ওজোপাডিকোর রাজবাড়ী-ফরিদপুর নতুন সঞ্চালন লাইণের নির্মাণ কাজ আগামী নভেম্বর মাসের মধ্যে শেষ করাসহ বিদ্যুৎ সমস্যার সমাধানে নির্বাহী প্রকৌশলীকে উদ্যোগী হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।
এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী পর্যন্ত যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক বিভাগ এই সড়ক পুনঃ নির্মাণে যে প্রকল্প করেছে সেই কাজ দ্রুত শুরু করবেন। আপনারা সকলেই অবগত আছেন, বর্তমানে চালের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। তাই চালের মূল্য স্থিতিশীল রাখাসহ দাম কমাতে সরকার ১৭ই সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত ওএমএসের ডিলারদের মাধ্যমে চাল বিক্রি করবে। তিনি বলেন, বিভিন্ন অভিযোগে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলার বিভিন্ন জায়গায় যে সকল টিউবওয়েল বসায় সেগুলো বসানোর কিছুদিন পর থেকেই আর পানি ওঠে না। তাদেরকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করে টিউবওয়েল বসাতে হবে। এছাড়াও তিনি বন্যা পরবর্তী সময়ে জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাতে কৃষি ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি আহবান জানান, যাতে কৃষক বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমানে জেলায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে পল্লী বিদ্যুতের থেকে ওজোপাডিকোর সমস্যা বেশী। কারণ ওজোপাডিকোর চাহিদা ২৫ মেগাওয়াট হলেও রাজবাড়ীতে স্থাপিত সাব-স্টেশন ২০ মেগাওয়াটের বেশী লোড নিতে পারে না। যার কারণে জাতীয় গ্রীড থেকে কোন কোন সময় চাহিদামতো পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া গেলেও সাব-স্টেশনের জরাজীর্ণ অবস্থা ও দীর্ঘদিন লোড ক্যাপাসিটি বাড়ানোর কোন উদ্যোগ গ্রহণ না করার কারণে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং থেকেই যাচ্ছে। পক্ষান্তরে পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা ২৫ মেগাওয়াট হলেও তাদের সাব-স্টেশন লোড নিতে পারে ৪০ মেগাওয়াটের। যার কারণে অনেক ক্ষেত্রে পল্লী বিদ্যুতের গ্রাহকরা ওজোপাডিকোর গ্রাহকদের থেকে ভাল অবস্থায় আছে।
তিনি ওজোপাডিকোর সাব-স্টেশনের লোড ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন জেলার সকল কর্মকর্তারই জানা আছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটি সভা। এই সভার দিন অনেক কর্মকর্তাই বিভিন্ন অজুহাতে সভায় উপস্থিত থাকছেন না। আমি আশা করবো ভবিষ্যতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সকল সদস্যগণ উপস্থিত থাকবেন।
জেলা মৎস্য বিভাগ জেলার মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। কিন্তু অনেক ক্ষেত্রেই অভিযোগ পাওয়া যায়, জেলা মৎস্য বিভাগ পুকুর খনন, মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করছে। এসব ক্ষেত্রে যে বরাদ্দ হয় তা যথাযথভাবে খরচ করা হচ্ছে না। এতে জেলার উন্নয়ন অনেক ক্ষেত্রেই বাঁধাগ্রস্ত হচ্ছে। আমি আশা করবো জেলা মৎস্য বিভাগ সরকারের সকল প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
তিনি বলেন, রাজবাড়ী জেলা কৃষিনির্ভর একটি জেলা। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, এবারের বন্যায় জেলার কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা যাতে তাদের ক্ষতি কাটিয়ে উঠে পুনরায় ফসল উৎপাদনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে পারে তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ প্রকল্প গ্রহণসহ নানা পদক্ষেপ গ্রহণ করবে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বর্তমানে বাজারে চালের কোন ঘাটতি না থাকলেও মজুতদারদের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জেলায় কোন মজুতদার বা ব্যবসায়ী গুদামে চাল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই সকল ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তাদেরকে জেল-জরিমানা করা হবে। তিনি সকল ব্যবসায়ীকে মজুত না করার এবং চালের দাম বাড়ানো থেকে বিরত থাকার জন্য আহবান জানান।
জেলা প্রশসক আরো বলেন, বর্তমানে দুর্নীতি দমন কমিশন যে কোন দুর্নীতি প্রতিরোধে তাদের নিজস্ব লোকবল দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। যার আলোকে অনেক ক্ষেত্রেই পত্র-পত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে, অনেক জায়গায়ই সরকারী কর্মকর্তারা দুর্নীতির দায়ে গ্রেফতার হচ্ছে। এক্ষেত্রে রাজবাড়ী জেলার সকল বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে শতভাগ স্বচ্ছতা নিয়ে তাদের কর্মসম্পাদন করবেন বলে আমি আশা করি।
এছাড়াও তিনি সড়ক বিভাগের রাস্তা মেরামত, গ্রামীণ জনপদের অবকাঠামো নির্মাণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, সরকার কর্তৃক ওএমএসের মাধ্যমে চাল বিক্রি, পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, স্লুইসগেট মেরামতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!