॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে গত ১৩ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকান্ডে ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৩টি দোকান। এ ঘটনায় প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানীরা।
গতকাল ১৪ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ^াস দিয়েছেন। এ সময় খানখানাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, খানখানাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির আলী মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
খানখানাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির আলী মোল্লা জানান, গত ১৩ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে খানখানাপুর বাজারে হাফেজ আব্দুল মালেকের দোকান ঘরে বিদ্যুতের সর্ট সার্কিট হয়ে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। এ সময় রাজবাড়ী ফায়ার সার্ভিস অফিসে ফোন করে বিষয়টি জানানো হয়। তবে তারা খবর দেয়ার ৪২মিনিট পড়ে ঘটনাস্থলে পৌছান। তবে এর আগেই প্রায় ২/৩শ স্থানীয় লোকজন পানি ও বালি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু রক্ষা করা যায়নি ওই ঘরের মধ্যে ভাড়া দেয়া ৩টি দোকানের মালামাল।
ক্ষতিগ্রস্ত ফারুক হোসেন জানান, তিনি ওই দোকানের মধ্যে একটি রুম ভাড়া নিয়ে কমমেটিকের পাইকারী ব্যবসা করতেন। আগুনে তার দোকানটির সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ক্যাশ বাক্সে ১লক্ষ টাকা ছিল। সেটিও পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন।
ক্ষতিগ্রস্ত শচীন কুমার কুন্ডু জানান, তিনিও ওই দোকানের মধ্যে একটি রুম ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করতেন। আগুনে দোকানে থাকা কাপড় পুড়ে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আসলাম হোসেন জানান, ওই দোকানের ৩টি রুমের মধ্যে তিনি একটি রুম ভাড়া নিয়ে কপি হাউজের দোকান করেছিলেন। আগুনে তার দোকানে থাকা ফ্রিজ, টিভি পুড়ে লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
এছাড়াও ঘটনার সময় ওই দোকান ঘরটির সংলগ্ন নারায়ন চক্রবর্তীর কাপড়ের দোকান, আলমগীর ফারুক মিঠুর মেডিসিনের দোকান ও আহম্মদ আলীর টেইলার্সের দোকানগুলোও ক্ষয়ক্ষতি হয়।