॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে শরনার্থী রোহিঙ্গা নারীদের প্রবেশ বন্ধে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছে গোয়েন্দা সংস্থা।
গতকাল ১০ই সেপ্টেম্বর সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা আইন–শৃঙ্খলা কমিটির সভায় দৌলতদিয়া পতিতাপল্লীতে শরনার্থী রোহিঙ্গা নারীদের প্রবেশ ঠেকাতে আইন–শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান গোয়েন্দা সংস্থা এনএসআই’র জেলা কার্যালয়ের উপ–পরিচালক মোঃ জিল্লুর রহমান।
সভায় তিনি জানান, দেশের বৃহত্তম দৌলতদিয়া পতিতাপল্লীতে শরণার্থী রোহিঙ্গা নারীদের আনার জন্য একটি দালাল চক্র ইতিমধ্যে সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়াও আত্মীয়তার সুবাদে রাজবাড়ী জেলাসহ আন্যান্য জেলায় রোহিঙ্গা প্রবেশের এমন তথ্য কারো কাছে আসে তাহলে সঙ্গে সঙ্গে তা আইন–শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি অনুবোধ জানান।
সভায় রাজবাড়ীতে রোহিঙ্গাদের প্রবেশ সম্পর্কে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশেরই নয়, এটা এখন একটি আন্তর্জাতিক সমস্যা। এদের বিষয়ে জেলা প্রশাসন সতর্ক রয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার এনএসআই’র উপ–পরিচালক মোঃ জিল্লুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক রাজিব মিনা, জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা জাসদের(আম্বিয়া) আহবায়ক স্বপন কুমার দাস ও রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছমির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, জাতিসংঘের মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতা শুরুর পর গত দুই সপ্তাহে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর তিন লাখেরও বেশি মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।