॥ফাহিম/রেজাউল॥ ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে গতকাল ৯ই সেপ্টেম্বর রাত ৭টার দিকে কাঁচা তরকারী বোঝাই পিকআপ থেকে ৮১বোতল ফেনসিডিলসহ সিরাজুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তিকে খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতরাখোলা গ্রামের মৃত শেখ মোমিন আলীর ছেলে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানান, গতকাল ৯ই সেপ্টেম্বর রাত ৭টার দিকে খানখানাপুর রেলক্রসিংর সামনে গোপন তথ্যের ভিত্তিতে কাঁচা তরকারী বোঝাই ঢাকাগামী পিকআপ (খুলনা-মেট্রো-ন-১১-০৯৮৫) এ তল্লাশী করা হয়। এ সময় ওই পিকআপ থেকে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করাসহ পিকআপের চালক সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে নিজেই পিকআপের মালিক। গাড়ীর ব্যবসার আড়ালে সে ফেনসিডিল ব্যবসা করে আসছিল।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।