॥দেবাশীষ বিশ্বাস॥ অগ্রণী ব্যাংক লিমিটেডের বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর শাখার বিদায়ী ও নবাগত শাখা প্রধানের সংবর্ধনা অনুষ্ঠান গত ৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের গ্রাহক হাবিবুর রহমান লাল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শাখা প্রধান লালন ফকির, নবাগত শাখা প্রধান মোঃ মেহেদী হাসান, জামালপুর বাজার বাণিক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, ব্যাংক কর্মকর্তা বিধান চন্দ্র দাস, জামালপুর কলেজের প্রভাষক বিধান ভট্টাচার্য্য, বড় হিজলী আলীম মাদ্রাসার শিক্ষক ওবায়দুর রহমান, ডিবিসি নিউজের সংবাদদাতা দেবাশীষ বিশ্বাস প্রমুখ। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ব্যাংকের বিদায়ী শাখা প্রধান লালন ফকির বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে ব্যাংকের এই শাখার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করেছি। ব্যাংকের গ্রাহকদের সবচেয়ে কষ্টের দিন হচ্ছে রবিবার। সেদিন জামালপুর বাজারের হাট বসে, যেখানে কোটি টাকা লেনদেন হয় কিন্তু ফরিদপুর থেকে দেরীতে টাকা আসার কারণে অনেক সময় ব্যবসায়ীদের ভোগান্তির শিকার হতে হয়।
নবাগত শাখা প্রধান মোঃ মেহেদী হাসান বলেন, বিদায়ী শাখা প্রধান ও আমি একই সাথে চাকুরী জীবন শুরু করেছিলেন। সময়ের বিবর্তনে তিনি চলে যাচ্ছেন, আমি এসেছি। ব্যাংকের সেবা প্রদানের ধারা অব্যাহত রেখে সেবার মান আরো বাড়ানো হবে।