॥দেবাশীষ বিশ্বাস॥ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আফজাল হোসেন গতকাল ৬ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রবাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকারসহ অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আফজাল হোসেন নদী সংলগ্ন এলাকার ভাঙ্গন আতঙ্কে থাকা বাঁধ-স্কুল-মসজিদ পরিদর্শন করেন।
নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া পশ্চিম উড়াকান্দা গ্রামের মিয়া বাড়ী নিয়ে স্মৃতিচারণ করে মোঃ আফজান হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের পদক্ষেপের কারণেই ৪টি বিদ্যালয় টিকে আছে। নদীর ভয়াবহতার কথা অনেকেই না বুঝে পানি উন্নয়ন বোর্ডের সমালোচনা করেন।
তিনি আরও বলেন, আগুনে পুড়ে গেলে বাড়ীর ভিটামাটি থাকে কিন্তু নদী ভাঙ্গনে মানুষ সর্বশান্ত হয়ে যায়। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহমান অনেক নদীর পানি প্রবাহিত হয় বলে নদী ভাঙ্গন বৃদ্ধি পায়। রাজবাড়ী অঞ্চলের পদ্মার ভাঙ্গন একটি বড় সমস্যা। ভরা মৌসুমে ও শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি ২৫ ফুট উপর এবং নীচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে রাজবাড়ীতে ভাঙ্গন প্রবণতা অনেক বেশী।
তিনি রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ বলেন, এবার শহর রক্ষা বাঁধ রক্ষা পেয়েছে। নদীর পানি কমার সাথে সাথে ভাঙ্গন প্রবণতা বৃদ্ধি পায়, যার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।
তিনি রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বালুর বস্তা দিয়ে ডাম্পিং করার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হয়েছে।