সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়া ঘাটে ৭কিঃ মিঃ যানজট॥ঈদ ফেরত যাত্রীদের দুর্ভোগ চরমে

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
SAMSUNG DIGIMAX A503

॥রফিকুল ইসলাম॥ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাটের ৭কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদ ফেরত যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
গতকাল ৫ই সেপ্টেম্বর বেলা ৩টা পর্যন্ত এই চিত্র দেখা গেছে। প্রচন্ড রোদের মধ্যে আটকেপড়া যানবাহনের যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অসুস্থ্য হয়ে পড়ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরী সংকটের কারণে আটকেপড়া যানবাহনের সারিও দীর্ঘ হচ্ছে।
ঈগল পরিবহনের চেকার ভরত মন্ডল জানান, খুলনা থেকে ঢাকাগামী তাদের নাইট কোচটি রাত ২টায় দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। সকাল ১০টায় কোনমতে তারা ফেরীতে উঠতে পেরেছে। এভাবে তাদের পরিবহনের শতাধিক বাস পারাপারের অপেক্ষায় থাকায় শিডিউল লন্ডভন্ড হয়ে গেছে। নাড়ির টানে গ্রামের বাড়ীতে ঈদ করে কর্মস্থলে ফেরার পথে হাজার হাজার যাত্রীকে এভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘাটের বেহাল দশা দেখে অনেক যাত্রীই ৩/৪ কিলোমিটার পায়ে হেটে লঞ্চ ও ফেরী ঘাটে আসার পর নদী পার হয়ে লোকাল বাসে করে ঢাকায় যাচ্ছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটটি বিআইডব্লিউটিসির একটি লাভজনক রুট। প্রতি বছর এই নৌ-রুটে যানবাহন ও যাত্রী পারাপার বৃদ্ধি পেলেও ফেরীর সংখ্যা বাড়েনি। পুরনো ইঞ্জিন দিয়ে ফেরী পারাপার করায় মাঝে-মধ্যেই নদীতে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন ও যাত্রী নিয়ে ফেরী অচল হয়ে পড়ছে। বর্তমানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ ৪টি ফেরী অচল হয়ে পড়ে আছে।
দৌলতদিয়া ঘাটে যানজট বৃদ্ধি পাওয়ায় ঘাটের প্রায় ১২ কিলোমিটার দূরে আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ বাজে মালভর্তি ট্রাক আটকে রেখেছে। কবে নাগাদ এই সকল ট্রাক পারাপার হতে পারবে তা কেউ বলতে পারছে না। আহলাদীপুর হাইওয়ে থানার ওসি নবী হোসেন খান জানান, দৌলতদিয়া ঘাটে যানজট বৃদ্ধি পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুর থেকে বাজে মালভর্তি ট্রাক আটক করা হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে যানজটের ফলে চুরি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে। ট্রাক ড্রাইভার আলম জানান, গত সোমবার রাতে তার মোবাইল সেট চুরি হয়ে গেছে। তার মতো অনেক ড্রাইভারের মানিব্যাগ ও মোবাইল চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দুর্ভোগ এড়াতে অনেক যানবাহন দীর্ঘ পথ ঘুরে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাচ্ছে। এছাড়াও দৌলতদিয়া ঘাটে যাত্রীদের নিকট থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া এবং ট্রাক ভাড়াও নেওয়া হচ্ছে দ্বিগুণ। ট্রাক ভাড়া বৃদ্ধির কারণে কাঁচামালের দামও বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!