॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা গত ২৮শে আগস্ট দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পদ্মা নদী কেন্দ্রিক অপরাধ প্রবণতা বেড়েছে। তাই নদী কেন্দ্রিক অপরাধ তৎপরতা রোধে নৌ থানা প্রতিষ্ঠা জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে আইন-শৃংখলা কমিটির সভায় রেজুলেশন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের তৎপর হওয়ার গুরুত্বারোপ করে এমপি জিল্লুল হাকিম বলেন, মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকায় কে বা কারা মাদকের সাথে জড়িত তা চেয়ারম্যান-মেম্বাররা জানেন না এটি অবিশ্বাস্য।
তিনি বলেন, পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও আইনের ফাঁকে তারা বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সোচ্চার হওয়ার গুরুত্বারোপ করে আসন্ন ঈদুল আজহা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সড়কে টহল কার্যক্রম জোরদারকরণে থানা পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও এলাকায় জঙ্গি তৎপরতা সম্পর্কে সকলকে সতর্ক থাকারও আহবান জানান এমপি জিল্লুল হাকিম।
সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা থানার এসআই মোঃ আবু শহীদ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার, কলিমহর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, যশাই ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন-শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।