মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার উন্নয়নে ব্যক্তিগত অনুদান দিলেন যুগ্ম-সচিব রাম চন্দ্র দাস

  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার উন্নয়নে গতকাল ২৬শে আগস্ট সকালে যুগ্ম সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রাম চন্দ্র দাস ব্যক্তিগত অনুদানের ১লাখ টাকার চেক প্রদান করেন।
এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার মিলনায়তনে সকাল ১০টায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি যুগ্ম-সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রাম চন্দ্র দাস বলেন, লাইব্রেরী হলো জ্ঞানের ভান্ডার। বর্তমানে ছাত্র-ছাত্রীরা অনেকটা ফেসবুকে ঝুঁকে পড়েছে। এটি হতাশাজনক। ফেসবুক প্রবণতা থেকে ফিরিয়ে তাদেরকে পাঠাগারমুখী করতে হবে। কারণ ফেবুকের মধ্যে আটকে গেলে তাদের জীবনের অগ্রগতিও আটকে যাবে। বই পড়তে তরুণ প্রজন্মের মাঝে উৎসাহ অনুপ্রেরণা জোগাতে হবে। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিম, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে জানতে হবে। প্রয়োজনে যুগের উপযোগী বই এনে হলেও তরুন প্রজন্ম-ছাত্র-ছাত্রীদেরকে পাঠাগারমুখী করতে হবে। তিনি বলেন, একটি সন্তান শুধু পরিবারের নয়, সমাজের ও দেশের সম্পদ। তাই জন্মভূমি-মাতৃভূমিকে গড়তে হলে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। যুগ্ম-সচিব রাম চন্দ্র দাস বলেন, পাংশা আমার তীর্থভূমি। এখানকার মাটি বাতাসের সাথে আমার অস্তিত্ব মিশে আছে। আগামীতে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার উন্নয়নে আরো ৫ লাখ টাকা অনুদান প্রদানের আশ্বাস ব্যক্ত করেন তিনি।
পাংশা উপজেলাকে স্কুল ফিডিং-এর আওতায় আনার বিষয়ে যুগ্ম সচিব রাম চন্দ্র দাস বলেন, সারা দেশে ১০৪টি উপজেলায় এ প্রকল্প চালু আছে। আরো ১১টি উপজেলায় এ প্রকল্প চালুর প্রস্তাব করা হয়েছে। দেশের সকল উপজেলায় প্রকল্পটি সম্প্রসারণের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার ও চর লক্ষèীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে ইউএনও মোঃ সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে মাগুড়াডাঙ্গী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাপ জান নেছা যুগ্ম সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রাম চন্দ্র দাসকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার, প্রাথমিক শিক্ষক সমিতি ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার যুগ্ম-সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রাম চন্দ্র দাসকে বই উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে অধ্যাপক আবুল হোসেন মল্লিক, অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, অধ্যাপক মোঃ সহিদুর রহমান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, জাসদ নেতা, সুশান্ত কুমার বিশ্বাস, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি নওশাদ চৌধুরী, পাংশা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লিজা হেলথ কেয়ার ডায়াগনস্টিক ও হাসপাতালের পরিচালক দীপক কুন্ডু, রিপন খন্দকার, মোঃ নুরুল ইসলাম, পাংশা শিল্প ও বনিক সমিতির সভাপতি নিখিল দত্ত, বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সীপার, এটিও অঞ্জলী রানী প্রামানিক, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, পাংশা পৌরসভার কাউন্সিলর মোতালেব হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী অশোক পাল, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ঃ খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার খাগজানা উচ্চ বিদ্যালয়ের তৎকালীন কৃতীছাত্র বর্তমান যুগ্ম সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রাম চন্দ্র দাসের নিকট এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের উন্নয়নে আর্থিক সহযোগিতার বিষয়টি অবহিত করলে তিনি গতকাল শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাবের হাতে ব্যক্তিগত অনুদানের ১লাখ টাকার চেক প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!