বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

২০ মণের রাজা’র দাম ৫লাখ টাকা!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

॥কাজী তানভীর মাহমুদ॥ ২০ মণের রাজা’র দাম ৫লাখ টাকা শুনে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কোন রাজা বা কোন দেশের রাজা? প্রশ্ন জাগাটাই স্বাভাবিক।
তবে এ রাজা কোন দেশের রাজা নয়। এই রাজা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুরের গো-খামারী শাহীনুরের পালিত বিশাল আকৃতির একটি কালো রংয়ের ষাঁড়। যার বর্তমান ওজন প্রায় ২০ মণের মত বলে দাবী করেছেন রাজার মালিক শাহীনুর। তিনি রাজার জন্য দাম হাকছেন ৫লক্ষ টাকা। ইতোমধ্যে সাড়ে ৩লাখ টাকা দাম উঠেছে বলে জানান তিনি।
শাহীনুরের খামারের কালো রংয়ের বিশাল আকৃতির এই শাহীওয়াল জাতের ষাড়ের গল্প ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলাগুলোতেও। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে ভীড় করছেন শাহীনুরের খামারে।
আহলাদীপুরের এপিসোড এগ্রো লিঃ এর মালিক গো-খামারী মিজানুর রহমান শাহীনুর জানান, খামারে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ২০০টির মত ষাঁড় কোরবানী ঈদে বিক্রির জন্য পালন করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় এই রাজা। কালো রংয়ের রাজা লম্বায় ৭ ফুট। উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি ও বেড়ে ৯ ফুট। আকৃতিতে বিশাল হওয়ায় তাকে খামারের সবাই ভালোবেসে রাজা বলেই ডাকে।
রাজাকে প্রাকৃতিক খাদ্য খাইয়েই লালন পালন করা হয়েছে। প্রতিদিন তাকে খামারেই উৎপাদিত নেপিয়ার ঘাস, খড়, ছোলা, গমের ভূষি, চালের কুড়া, তিলের খৈল, পরিস্কার পানি পান করানো হয়ে থাকে। এছাড়াও নিয়মিত তাকে গোসল করানো হয়।
খামারে রাজা’র পাশাপাশি ১৫টা বড় আকারের ষাঁড় রয়েছে। সেগুলোর প্রত্যেকটির ওজন প্রায় ১৫/১৬ মণের মত। খামারের কোন ষাঁড়কেই কোন প্রকার মোটাতাজাকরণ ওষুধ প্রয়োগ করা হয়নি। সবগুলোই প্রাকৃতিক খাদ্যে হৃষ্টপুষ্ট করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!