॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে গতকাল ২২শে আগস্ট জিআর(জেনারেল রিলিফ) প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০৪টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বন্যার্তদের হাতে চাল তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এডভোকেট এম.এ খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ও দাদশী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ লোকমান হোসেন ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন চিন্তা করবেন না। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য সব সময় ভাবেন। তার নির্দেশ রয়েছে যতোদিন পর্যন্ত আপনারা পানিবন্দী থাকবেন, ততোদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আপনাদের সাহায্য-সহযোগীতা দেওয়া হবে। আপনারা সকলেই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।