শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

হার্ট এ্যাটাকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম রেজার মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ সেলিম রেজা(৫০) গত ২১শে আগস্ট দিনগত মধ্যরাতে হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন(ইন্নানিল্লাহি —- রাজিউন)।
জানাগেছে, টহল ডিউটিরত থাকা অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তারপর তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল ২২শে আগস্ট দুপুর ১২টায় রাজবাড়ী পুলিশ লাইন্সে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নৌ-পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেন, রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ জানাযায় শরীক হন। জানাযা শেষে তার মরদেহ নিজ বাড়ী নাটোর জেলার বাঘাটিয়াপাড়া উপজেলার সোরবপুর গ্রামে পাঠানো হয়। তিনি সোরবপুর গ্রামের মোঃ সাহাবাজ উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, এস.আই সেলিম রেজা গত বছর দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। তিনি ০৩/০১/১৯৮৮ তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন এবং ০১/০১/২০১৭ তারিখে তিনি সাব-ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। চাকুরী জীবনে তিনি ১০৫টি পুরস্কার প্রাপ্ত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে নৌ-পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!