॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে রিলিফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল ১৯শে আগস্ট সকালে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী এসব অসহায় বন্যা কবলিত পরিবারের মাঝে ১০কেজি করে চাল তুলে দেন।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতী ও মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
চাল বিতরণকালে সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, আমার সরকার আপনাদের পাশে আছে। যতদিন বন্যা থাকবে ততদিনই আমরা আপনাদের সহযোগিতা করবো। আমাদের সরকার অসহায় মানুষের জন্য ভিজিএফ কার্ড, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতাসহ আরো বিভিন্ন ধরণের সহযোগিতা করছে। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার।
রাজবাড়ী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মনোয়ার মাহমুদ জানান, মিজানপুর ইউনিয়নের বন্যা কবলিত ১৫শ পরিবারের মাঝে এ জিআরের চাল বিতরণ করা হয়েছে।