॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে জিআরের চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
গতকাল ১৭ই আগস্ট বিকেলে উড়াকান্দা বাজারে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী এসব পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও নগদ ৫শত টাকা তুলে দেন।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈত্রী, বরাট ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার মাহমুদ জানান, বরাট ইউনিয়নের বন্যা কবলিত ৪০০ পরিবারকে চাল ও আর্থিক সহযোগিতা করা হয়েছে। এর মধ্যে ২০০ পরিবারের মধ্যে নগদ ৫০০টাকা ও ২০০ পরিবারের মধ্যে জিআরের ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে এ ইউনিয়নে আরো ৪শত পরিবারকে একই সহযোগিতা করা হবে।