॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ছাত্রলীগের উদ্যোগে আজ ১৭ই আগস্ট ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই পাঠদান ও প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর কন্যা কানিজ ফাতিমা চৈতী গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজ, শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, দেওয়ান পাড়া রহমত উল্লাহ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জেএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসব বই শ্রেণী কক্ষে পাঠদান ও একটি করে বই প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি নাজিমুল ইসলাম বৃটেন, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান শিমুল, দপ্তর সম্পাদক এরশাদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান, আবু বক্কর ছিদ্দিক প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কানিজ ফাতিমা চৈতী দাদা ও পিতার সুত্র ধরে রাজনীতিতে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করে বলেন, বঙ্গবন্ধুর রাজনীতি করতে হলে আগে তার বই সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। এ কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজে উপস্থিত থেকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই প্রদান করে প্রতিষ্ঠান প্রধানের কাছে প্রতি সপ্তাহে অন্তত একদিন কিছু সময়ের জন্য হলেও আলোকপাতের অনুরোধ জানিয়েছি। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ বইটি প্রদান করা হবে।