Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের ৪২তম মৃত্যু বার্ষিকী কাল

॥স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধের সংগঠক, তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গণপরিষদ সদস্য মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ১৮ই আগস্ট বিকেল সাড়ে ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া হক। এছাড়াও অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস হত্যাকান্ডের ৩দিনের মাথায় ১৮ই আগস্ট রাজবাড়ী শহরের কলেজ রোড এলাকায় এ অঞ্চলের কিংবদন্তী এ রাজনীতিবিদ কাজী হেদায়েত হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪২তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এবং পারিবারিকভাবে পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মরহুমের বড়পুত্র আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি এবং মেঝপুত্র চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কাজী ইরাদত আলী কর্মসূচীগুলোতে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।