॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ১৫ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন এবং কালো পতাকা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া কালো ব্যাজ ধারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, পবিত্র কোরআন খানী, আলোচনা, মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, বেসরকারী সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত তখনই স্বাধীনতা বিরোধী চক্র তাঁকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। শিশুপুত্র শেখ রাসেলকেও তারা রেহাই দেয় নাই। ইতিহাসের কলঙ্কিত আজকের দিনে আমরা শোকাহত। তিনি ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তার হাতকে শক্তিশালী করতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের সামনে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খান চৌধুরী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌর সভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট শেখ মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী মাষ্টার, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুন্ডু, যশাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খান চৌধুরী, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ, পাংশা সরকারী কলেজ ছাত্রাবাস, পাংশা সরকারী কলেজ ছাত্রীনিবাস প্রভৃতি সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
জানাযায়, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খান চৌধুরীর নেতৃত্বে কলেজের ৬৩ জন শিক্ষক ও ২৬ জন কর্মচারী আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন।