শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জাতীয় পতাকায় প্লাস্টিকের রশি ব্যবহারে এডিসি’র ক্ষোভ প্রকাশ

  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

॥রঘুনন্দন সিকদার॥ জাতীয় ও স্কাউটের পতাকায় প্লাস্টিকের রশি, মঞ্চে বাঁশের সাথে ব্যানার টানানো এবং সিনিয়র রোভারদের পোশাক এলোমেলোসহ বিভিন্ন বিশৃঙ্খলার মধ্যদিয়ে গতকাল ১৩ই আগস্ট সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি কলেজ প্রাঙ্গনে উদ্বোধন করা হলো দিনব্যাপী সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ।
জাতীয় ও স্কাউটের পতাকায় প্লাস্টিকের রশি লাগানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান।
উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও সিনিয়র রোভার মেটদের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধান অতিথি তার বক্তব্যে অনুষ্ঠানের আয়োজকদের কড়া সমালোচনা করে বলেন, আপনারা কোন বিবেচনায় জাতীয় পতাকায় প্লাস্টিকের রশি ব্যবহার করলেন। আপনারা কি ভুলে গেছেন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল সবুজের পতাকা। আপনাদের মতো মানুষ গড়ার কারিগররা যদি জাতীয় পতাকার সম্মান দিতে না জানেন তাহলে আমাদের ছেলেমেয়েরা আপনাদের কাছ থেকে কি শিখবে?
এ ব্যাপারে অনুষ্ঠানের আয়োজক রাজবাড়ী জেলা রোভারের সম্পাদক আব্দুর রশিদ মিয়া জানান, জাতীয় ও স্কাউটের পতাকার সাথে প্লাস্টিকের রশি ব্যবহার করা উচিত হয়নি। এতে পতাকার অবমূল্যায়ন হয়েছে। পতাকার সাথে প্লাস্টিকের রশি ব্যবহার করার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
স্থানীয় ভেন্যুর আয়োজক বালিয়াকান্দি কলেজের সহকারী অধ্যাপক ও জেলা রোভার স্কাউটস লিডার এবং ওয়ার্কশপের কোর্স পরিচালক মোঃ আতিয়ার রহমান মোবাইল ফোনে বলেন, এ ব্যাপারে কোন মন্তব্য করবো না, যা ইচ্ছে হয় তাই পত্রিকায় লিখে দেও।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খান জানান, বালিয়াকান্দি কলেজে সিনিয়র রোভার মেটদের ওয়ার্কশপের জাতীয় পতাকার সাথে প্লাস্টিকের যে রশি ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক। যা পতাকা অবমাননার শামিল। অনুষ্ঠানের আয়োজক ও কলেজ কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করা হবে।
বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা রোভার স্কাউটের যুগ্ম-সম্পাদক এ.কে.এম সাইফুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ আব্দুল হালিম ও ফরিদা বেগম এবং সিনিয়র রোভার মেট প্রতিনিধি গোলাম রব্বানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে জেলার ২৪টি কলেজের ১০০জন সিনিয়র রোভার মেট এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!