সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ডাঃ আবুল হোসেন কলেজের ৫জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

॥রফিকুল ইসলাম॥ কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি)’র পক্ষ থেকে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের দরিদ্র ও মেধাবী ৫ জন শিক্ষার্থীকে ২য় কিস্তির বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
গতকাল ১৩ই আগস্ট দুপুরে কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল তার কার্যালয়ে সুরভী, ঢাকা’র আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ৫হাজার টাকা করে বৃত্তির চেক তুলে দেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ খন্দকার ফারুক আহম্মেদ, টিচার্স কাউন্সিলের সেক্রেটারী চৌধুরী আহসানুল করিম হিটু এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা শামীমা আক্তার মুনমুনসহ কলেজের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক মন্ডলী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কলেজের জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা মিরুনা বানু মুন।
উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্তরা সকলেই কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। তারা হলো মানবিক বিভাগের মিজান শেখ ও রতœা আক্তার, বিজ্ঞান বিভাগের নিশাত মোল্লা ও সবুজ মোল্লা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের হাফিজুল ইসলাম।
অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল জানান, গত বছর এই শিক্ষার্থীদের বৃত্তির ১ম কিস্তির ৫হাজার টাকা করে প্রদান করা হয়েছিল। এবার ২য় কিস্তির বৃত্তির অর্থ প্রদান করা হলো। আশা করছি, কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি)’র পক্ষ থেকে কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদানের ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!