॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৩ই আগস্ট বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পল্লী সড়ক ও সেতু রক্ষণাবেক্ষন কর্মসূচীর আওতায় এলসিএস শ্রমিকদের মাঝে সঞ্চয় বাবদ জমাকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। এতে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু ইউনুস।
বিশেষ অতিথির বক্তব্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন, সমাজের দরিদ্র শ্রেণির মহিলারা পল্লী সড়ক ও সেতু রক্ষণাবেক্ষন কর্মসূচীর আওতায় কাজ করে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকল্পের তিন বছর ধরে কাজ করে তারা ভাতা পেয়েছে। আজকে তাদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ করা হচ্ছে। এ অর্থ দারা গরু-ছাগল কিনে পালন করলে তারা সাংসারিকভাবে লাভবান হবেন।
সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা দারিদ্র বিমোচনে পল্লী সড়ক ও সেতু রক্ষণাবেক্ষন কর্মসূচীর বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আক্তার, উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলসিএস ২০জন শ্রমিকের মাঝে ১৩লাখ ৫৫হাজার টাকার চেক বিতরণ করা হয়।