॥রুবাইয়া নাসরিন নিশি॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ পালন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে ঃ আগামীকাল ১৪ই আগস্ট সকাল ১০টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাড়ে ১০টায় রচনা প্রতিযোগিতা, ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে ছড়াপাঠ-কবিতা আবৃত্তি ও সাড়ে ১১টায় নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারী অফিস ও ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সোয়া ৯টায় কালো ব্যাজধারণ ও শোক র্যালী(বঙ্গবন্ধুর ভাষ্কর্য চত্বর থেকে শুরু হয়ে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর ঘুরে পুনরায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য চত্বরে এসে শেষ হবে), সকাল ১০টায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বাদ যোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধামত সময়ে সকল মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা। ১৪ই আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর, জেলা শিল্পকলা একাডেমী ও অন্যান্য ৪উপজেলার দৃশ্যমান স্থানসমূহে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শনী।
আগামী ১৫ই আগস্ট জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।