॥মঈনুল হক মৃধা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উপর তিন দিন ব্যাপী পাঠচক্র্য ও কর্মশালা গতকাল শনিবার থেকে শুরু হয়েছে।
গতকাল দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত পাঠচক্র ও কর্র্মশালার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
উপজেলা ছাত্রলীগ সভাপতি এবিএম বাতেন অনুষ্ঠানের শুরুতে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক লিটন ও পৌর ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতা প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন ও হাবিব রেজা টুটুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইচ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার এ অনুষ্ঠান শেষ হবে। কর্মশালার শেষ দিনে বিজয়ী প্রত্যেক শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেওয়া হবে।