॥মোখলেছুর রহমান॥ গত ১৯শে ডিসেম্বর থেকে কালুখালী উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। কালুখালীর আয়না আদর্শ একাডেমীতে সকাল ১০টায় উপজেলার ৮টি প্রতিষ্ঠানের ১০৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন কালুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান। এ সময় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মৃগী চাইল্ড ওয়েল ফেয়ার কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আরিফুল ইসলাম, খাগজানা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফিরোজা পারভীন উপস্থিত ছিলেন। কেন্দ্র সচিব আয়না আদর্শ একাডেমীর অধ্যক্ষ একেএম শওকত আলী খান, পরীক্ষা নিয়ন্ত্রক কালুখালী প্রপার কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মকবুল হোসেন, সহকারী পরীক্ষা নিন্ত্রয়ক মাঝবাড়ী ফিরোজা বেগম কিন্ডার গার্টেনের অধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, হল সুপার জাফরপুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোকারম হোসেন দায়িত্ব পালন করেন। ১ম দিনে ২টি পরীক্ষা সকাল ১০টায় ইংরেজী এবং দুপুর ১টায় বাংলা পরীক্ষার মধ্যদিয়ে শুরু হয়।