॥শিহাবুর রহমান॥ অবিলম্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। গতকাল ৬ই আগস্ট দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবের সভাপতিত্বে মানববন্ধনে সহ-সভাপতি নাহিদুল আলম রাজু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি শাওন মিয়া টাইসন, সাধারণ সম্পাদক জালাল পাঠান প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নিরলস পরিশ্রমের মাধ্যমে এদেশকে সোনার বাংলা করার উদ্দেশ্যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই পাকিস্তানের প্রেতাত্মাদের আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীর বিপথগামী কতিপয় সদস্যের মাধ্যমে নৃশংসভাবে সপরিবারে তাকে হত্যা করে। যার খেসারত কয়েক যুগ ধরে বাঙালী জাতিকে দিতে হয়েছে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের প্রচলিত আইনে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের ব্যবস্থা করেন। খুনীদের কয়েকজনকে ফাঁসিতে ঝোলানো সম্ভব হলেও এখনো কয়েকজন খুনী দেশের বাইরে অবস্থান করছে। অবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে এনে জাতিকে কলংকমুক্ত করতে হবে। অন্যান্য বক্তাগণও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।