শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০১৭

॥শিহাবুর রহমান॥ অবিলম্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। গতকাল ৬ই আগস্ট দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবের সভাপতিত্বে মানববন্ধনে সহ-সভাপতি নাহিদুল আলম রাজু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি শাওন মিয়া টাইসন, সাধারণ সম্পাদক জালাল পাঠান প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নিরলস পরিশ্রমের মাধ্যমে এদেশকে সোনার বাংলা করার উদ্দেশ্যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই পাকিস্তানের প্রেতাত্মাদের আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীর বিপথগামী কতিপয় সদস্যের মাধ্যমে নৃশংসভাবে সপরিবারে তাকে হত্যা করে। যার খেসারত কয়েক যুগ ধরে বাঙালী জাতিকে দিতে হয়েছে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের প্রচলিত আইনে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের ব্যবস্থা করেন। খুনীদের কয়েকজনকে ফাঁসিতে ঝোলানো সম্ভব হলেও এখনো কয়েকজন খুনী দেশের বাইরে অবস্থান করছে। অবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে এনে জাতিকে কলংকমুক্ত করতে হবে। অন্যান্য বক্তাগণও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!