॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম জৈব সার ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি ও মাল্টা উৎপাদনে বলিষ্ট ভুমিকা রাখছে।
উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান রেজাউল করিম তার মাল্টা খেতে গেলে তিনি জানান, পূর্ব পুরুষ থেকেই অনেক কৃষি জমি আমার বাপ- দাদারা চাষাবাদ করতো, তখন কোন প্রকার সার ব্যাবহার করতো না। রাসায়নিক ও কীটনাষক ব্যবহারের ফলে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। অন্যদিকে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করণে আজ আমরা অনেকটাই পিছিয়ে। নিরাপদ খাদ্য এ সময়ের দাবি, নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য দরকার জৈব সার।
বালিয়াকান্দি উপজেলায় রুহুল আমিন বুলুর উদ্যেগে কেঁচো-কম্পোষ্ট জৈব সার নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষে জৈব সার তৈরী করছে বলে জানতে পারি। আমি তখন তার নিকট হতে জৈব সার ক্রয় করে আমার ১ একর ২০ শতক জমিতে জৈব সার ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করে সফল হই। বর্তমানে এই জমিতে পটল উৎপাদন করে নিজের সংসারের চাহিদা পুরণসহ এলাকার গরীব মানুষের মাঝে বিতরণ করছি। এছাড়াও আমি ১ একর ৮শতক জমিতে জৈবসার ব্যবহার করে মাল্টা চাষ করছি, আমি আশবাদি যে আমার মাল্টা চাষে আমি আগামীতে লাভবান হবো এবং বিষমুক্ত মাল্টা উৎপাদন করতে পারবো। নিরাপদ পুষ্টির চাহিদা মিটানোসহ এলাকায় ব্যাপক চাহিদা মিটাবে।