॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল সোমবার থেকে শান্তিপূর্ণ পরিবেশে দুইদিন ব্যাপী কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
পাংশা সরকারী কলেজ কেন্দ্রে এ বছর ২২টি কিন্ডার গার্টেন স্কুলের ৭৭২জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরমধ্যে প্রথম শ্রেণির ২৬০জন, দ্বিতীয় শ্রেণির ২১৮জন, তৃতীয় শ্রেণির ১৪৮জন, চতুর্থ শ্রেণির ১১২জন ও পঞ্চম শ্রেণির ৩৫জন শিক্ষার্থী রয়েছে।
গতকাল সোমবার প্রথম দিনে সকালে ইংরেজী ও বিকেলে বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও পাংশার সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
পাংশা সরকারী কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী কেন্দ্র সচিব হিসেবে রনজিৎ কুমার বিশ্বাস দায়িত্ব পালন করছেন। আজ মঙ্গলবার সমাপনী দিনে গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষাকে ঘিরে কমলমতি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় পাংশা সরকারী কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।