॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশার ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে আজ ২৫শে জুলাই সকালে সততা ষ্টোর-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।
দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সৌজন্যে এবং পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে সততা ষ্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সততা ষ্টোর পরিচালনার বিষয়ে গতকাল সোমবার সকাল ১০টায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে এখনই সততার আদর্শে উজ্জীবিত করতে হবে। এরই আলোকে মডেল হিসেবে এ প্রতিষ্ঠানে সততা ষ্টোর পরিচালিত হচ্ছে। ছাত্র-ছাত্রীদের সততা ষ্টোর ব্যবহারের মাধ্যমে সুবিধাগ্রহণসহ এর সফলতায় কার্যকরী ভূমিকা পালনে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, হোগলাডাঙ্গী এম.আই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পারভীন মোরশেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।