শনিবার, ১১ মে ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাজবাড়ীতে ২৩জন সরকারী কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদান

  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৩শে জুলাই সকালে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ২৩জন সরকারী কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা কালেক্টরেটের আম্রকানন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অতিরিক্ত জেরা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স ও জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক(বর্তমানে পদোন্নতি পেয়ে সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক) শ্রী নিবাস দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী এবং বিষমুক্ত সবজি চাষের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক(রৌপ্য) প্রাপ্ত সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, দেশের মেধাবী তরুণ সমাজকে পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার লক্ষ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২০০৩ সাল থেকে বাংলাদেশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা যারা সরকারী কর্মচারী আছি তারা সকলেই পাবলিক সার্ভেন্ট। সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ সরকারের সকল ক্ষমতার উৎস দেশের জনগণের কাছে সকল সরকারী সুযোগ-সুবিধাসহ তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের মতো সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র দায়িত্ব। সেই কাজটি সঠিক ও সুন্দরভাবে করতে পারলে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, প্রাণিসহ সকল ক্ষেত্রে আমরা উন্নতি সাধন করতে পারব। যাতে বর্তমান সরকারের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের মতো সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের ১৭টি লক্ষ্যমাত্রা অর্জিত হবে। যার ফলে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সকলকে কাজ করতে হবে। এছাড়াও তিনি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান দেশের সেরা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়ে রৌপ্য পদক পাওয়ায় ও সদর উপজেলা কৃষি বিভাগে নিরাপদ সবজি উৎপাদনসহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় দেশের সেরা কৃষি পদক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক (রৌপ্য) পাওয়ায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রকিব উদ্দিনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শওকত আলী জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা ২৩জন সরকারী কর্মকর্তা-কর্মচারীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন ঃ গোয়ালন্দ উপজেলা তথ্য সেবা কেন্দ্রের সহকারী প্রোগামার মোঃ আব্দুল হান্নান(মরণোত্তর), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক(বর্তমানে সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক) শ্রী নিবাস দেবনাথ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, রাজবাড়ী পুলিশ লাইন্সের পরিদর্শক(সশস্ত্র) মোঃ আব্দুল মান্নান মিয়া, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ মন্ডল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হামিদ, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়া ইয়াসমিন, সদর হাসপাতালের আরএমও ডাঃ সুশীল কুমার রায়, পাংশা পরিবার পরিকল্পনা বিভাগের এমও(এমসিএইচ-এফপি) ডাঃ আব্দুল কুদ্দুস, সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের মাঠ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) এ.কে.এম রফিকুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক রাজিব মিনা, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গোলাম মোস্তফা, মূলঘর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ ইউসুফ, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আ.ন.ম আবুজর গিফারী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেগম নাসরিন আক্তার।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!