॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২২শে জুলাই সাপ্তাহিক ছুটির দিনের বিকেলে সদর উপজেলার আলীপুর, মূলঘর ও বসন্তপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ৬টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.এম মনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান মুসল্ল¬ী ও বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবুসহ প্রকল্প সংশ্লি¬ষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের আফিলের বাড়ীর সামনের পাকা রাস্তা হতে মাস্টারের বাড়ী অভিমূখে রাস্তা সংস্কার প্রকল্প, মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের(পন্ডিত বাড়ী সংলগ্ন) মাঠ ভরাট প্রকল্প, মোসলেমের বাড়ীর সামনে পাকা রাস্তা হতে বিল¬ালের বাড়ী হয়ে সেকেন ডাক্তারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প, কোলা মধ্যপাড়া জামে মসজিদ হতে ওয়াহিদ চেয়ারম্যানের পুকুর পাড় পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প, বসন্তপুর ইউনিয়নের বেজকোলা রাস্তা হতে দুলাল হোসেন গাজীর পুকুর পাড় পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প এবং কোলার বাবলু হোসেনের পুকুরচালা হতে বিলপুটিয়া ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্প সংশ্লি¬ষ্ট সকলকে প্রকল্প বস্তবায়নের বিভিন্ন দিক-দির্দেশনা প্রদান করেন।