Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চীনে ১বছরের প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে শিশু অ্যাক্রোবেটিক শিল্পীরা

॥স্টাফ রিপোর্টার॥ চীনে ১বছরের প্রশিক্ষণ শেষে গত ১৮ই জুলাই দেশে ফিরেছে শিশু অ্যাক্রোবেটিক শিল্পীরা। ১১ সদস্য বিশিষ্ট এ দলের ৯জনই ছিল রাজবাড়ী জেলার।
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে চীনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও ঢাকাস্থ চীনা দূতাবাসের সহযোগিতায় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ১০ জন শিশু অ্যাক্রোবেটিক শিল্পী ও ১জন দলনেতাকে বেইজিং ইন্টারন্যাশনাল আর্ট স্কুলে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়। ১০ মাস ১৫দিন ট্রেনিং সম্পন্ন করে চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত ১৮ই জুলাই দলটি বাংলাদেশে ফিরে এসেছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়াসহ প্রায় ৫০টি দেশের শিশু অ্যাক্রোবেটিক শিল্পীদের সাথে তারা প্রশিক্ষণে অংশ নেয়।
চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী এ বছরের সেপ্টেম্বরেও ১০জন শিশু অ্যাক্রোবেটিক শিল্পী ও ১জন দলনেতাকে ১ বছরের জন্য বেইজিং পাঠানো হবে। প্রশিক্ষণের সময় শিশু অ্যাক্রোবেটিক শিল্পীরা যে খেলাগুলো শিখেছে সেগুলোর সরঞ্জাম ওখান থেকেই কিনে আনা হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণ করে ফিরে আসা শিশু অ্যাক্রোবেটিক শিল্পীরা আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, চীনা দূতাবাস, ঢাকা ক্যান্টনমেন্ট ও ভিকারুননেসা স্কুলে ৪টি প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।