রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী পৌরসভার উদ্যোগে দারিদ্র হ্রাসকরণ ও বস্তি উন্নয়ন কর্মসূচী(পিআরএপি ও গ্যাপ) এর আওতায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণকারী নারীদের মাঝে দ্বিতীয় কিস্তির সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল ১৯শে জুলাই দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ(সেক্টর) প্রকল্পের সহযোগিতায় পৌরসভার সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী প্রশিক্ষিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী, পৌর সচিব মোঃ হেমায়েত উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর এএফএম শাহজাহান, জাহাঙ্গীর জলিল, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, শেখ আলমগীর হোসেন তিতু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ন কাজী, শারমিন সুলতানা ও ফারজানা আলম ডেইজি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এটি তারই অংশ। যাতে নারীরা স্বাবলম্বী হতে পারে। স্বাধীনতার পর কোন সরকার নারীদের ভাগ্যন্নোয়নে এতো কাজ করেনি। একমাত্র শেখ হাসিনাই এটি করে যাচ্ছেন। তিনি নারীদেরকে গর্ভকালীন ভাতা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ নানা রকম ভাতা দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!