॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ১৭ই জুলাই দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের ৪নং ফেরীঘাট থেকে লঞ্চঘাট পর্যন্ত পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব, সহকারী কমিশনার(ভূমি) বদরুদ্দোজা শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুন নবী জানান, দৌলতদিয়া ৪নং ফেরী ঘাট থেকে লঞ্চ ঘাট পর্যন্ত নদীর পাড় দিয়ে জিও ব্যাগ ফেলা হবে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল বলেন, এই জিও ব্যাগ ফেলার জন্য মন্ডল ট্রেডার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী নতুন ফেরী ঘাট স্থাপনের জন্য তৈরী হওয়া অ্যাপ্রোচ সড়কের কাজ পরিদর্শন করেন। এ সময় রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।