শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিশ্বের সর্বশেষ করোনা ভাইরাস পরিস্থিতি

  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

॥আন্তর্জাতিক ডেস্ক॥ চীনে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত কমপক্ষে ৪৫ লাখ ৫০ হাজার ৯৭৪ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের দেয়া উপাত্তের উপর ভিত্তি করে তৈরি এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
পরিসংখ্যান অনুযায়ী, করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ লাখ ৪৫ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।
এদিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৫ লাখ ৮২ হাজার ৬৭০, তৃতীয় অবস্থানে থাকা ভারতে ৪ লাখ ৪০ হাজার ২২৫ জন, চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোতে ২ লাখ ৬২ হাজার ২২১ জন ও পঞ্চম স্থানে থাকা পেরুতে ১ লাখ ৯৮ হাজার ৩৬৪ জন এ ভাইরাসের বলি হয়েছেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৮ হাজার ৫৬৫ জনকে প্রাণ হারাতে হয়েছে। এক্ষেত্রে রাশিয়াতে গড়ে প্রতিদিন ৫ হাজার ৫৭০ জন এবং মেক্সিকোতে ৫ হাজার ৭১ জন প্রাণ হারিয়েছেন।
খবরে বলা হয়, তা সত্ত্বেও বিশ্বব্যাপী করোনা সংক্রমণের হার কিছুটা হ্রাস পেতে দেখা যাচ্ছে। আগের সপ্তাহে বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্তের হার ৩ শতাংশ হ্রাস পেয়ে গড়ে প্রতি ৬ লাখ ৩৯ হাজার ৩১৫ জনকে সংক্রমিত হতে দেখা যায়।
এদিকে নিউজিল্যান্ডে বিগত ৬মাসের মধ্যে এই প্রথম করোনাভাইরাসে একজনের মৃত্যু ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!