Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সুন্দর রাজবাড়ী গড়ার প্রত্যয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

SAMSUNG CAMERA PICTURES

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে গতকাল ৬ই জুলাই সকালে ‘সুন্দর রাজবাড়ী গড়ার প্রত্যয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি। এ সময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে শফিকুল ইসলাম শফি বলেন, শান্তনু একজন তরুণ মানুষ। সে একটি ঐহিত্যবাহী রাজনৈতিক পরিবার থেকে উঠে এসে অল্প বয়সেই সমাজের তরুণ ও যুবকদের মাঝে যে ধরনের কর্মকান্ড করছে সেটা প্রশংসার দাবীদার। নিজের ব্যবসার পাশাপাশি রাজনৈতিক পরিবারের ধারক-বাহক হিসেবে আত্মপ্রকাশ করে ইতিমধ্যেই সে সাধারণ মানুষের মন জয় করেছে।
কাজী রাকিবুল হোসেন শান্তনু বলেন, ২০১০ সালে রাজনীতিতে সক্রিয় হয়ে একটি সুসংগঠিত ছাত্রলীগ উপহার দিয়েছি। আমার দাদা ছিলেন সাধারণ মানুষের নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার ৩দিন পর আমার দাদাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার আদর্শ নিয়েই রাজনীতিতে এসে সাধারণ মানুষের জন্য কাজ করছি।
এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে জেলা ছাত্রলীগ একাদশ ৪-১ গোলে যুবলীগকে এবং পৌর ছাত্রলীগ ২-০ গোলে সদর উপজেলা ছাত্রলীগকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে পৌর ছাত্রলীগ ১-০ গোলে জেলা ছাত্রলীগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারী ইদ্রিস শেখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ট্রফির পাশাপাশি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও পরিবেশ বান্ধব ফলদ ও বনজ গাছ উপহার দেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু।