শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দেশে এখন পর্যন্ত করোনা টিকা নিয়েছেন ১১ লক্ষাধিক মানুষ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

॥স্টাফ রিপোর্টার॥ দেশে এখন পর্যন্ত ১১ লক্ষাধিক মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন।
এদের মধ্যে ৭ লাখ ৭৩ হাজার ৬২৪ জন পুরুষ এবং ৩ হাজার ৫৯ হাজার ৮৭ জন নারী রয়েছেন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ১৫৫ জন এবং নারী ৭৯ হাজার ৫২৩ জন রয়েছেন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ২ হাজার ৭০৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৪৭ হাজার ৫০২ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ হাজার ৭৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২ লাখ ৭০ হাজার ৯৫৯ জন, রাজশাহী বিভাগে ১ লাখ ২৮ হাজার ৭৬৩ জন, রংপুর বিভাগে ১ লাখ ৬ হাজার ৬৩৪ জন, খুলনা বিভাগে ১ লাখ ২৮ হাজার ১৫৯ জন, বরিশাল বিভাগে ৫১ হাজার ৫২৩ জন এবং সিলেট বিভাগে ৯৩ হাজার ২৩৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭শে জানুয়ারী করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ই ফেব্রুয়ারী থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!