রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ভারতের বহুল প্রত্যাশিত কোভিড-১৯ টিকা অভিযান ১৬ই জানুয়ারী থেকে শুরু

  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

॥আন্তর্জাতিক ডেস্ক॥ ভারত আগামী ১৬ই জানুয়ারী বহুল প্রত্যাশিত কোভিড-১৯ টিকাদান শুরু করতে যাচ্ছে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের করোনভাইরাস পরিস্থিতি এবং টিকা দেওয়ার জন্য প্রস্তুতি পর্যালোচনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। এরপর সরকারি এক ঘোষণায় বলা হয়, লোহরি, মকর সংক্রান্তি, পঙ্গাল ও মাঘ বিহুসহ আসন্ন উৎসবগুলোর পরে ১৬ই জানুয়ারী-২০২১ টিকাদান অভিযান শুরু করা হবে।
১৬ই জানুয়ারী ভারত কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেদিনের শুরুতেই ভারতব্যাপী টিকাদান অভিযান শুরু’ হবে বলে সরকারের ঘোষণার কয়েক মিনিট পর মোদি টুইট করেন।
এই টিকাটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের প্রায় ৩ কোটি স্বাস্থ্যসেবা কর্মী এবং প্রথম সারির কর্মীরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, ৫০ বছরের বেশি এবং একটি বা দুটি রোগ রয়েছে এমন ৫০-এর কম বয়সী জনসংখ্যা প্রায় ২৭ কোটি।
ভারত এখন পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ টিকার দুটি পরীক্ষা পরিচালনা করেছে। প্রথম পরীক্ষাটি ২রা জানুয়ারী ১২৫টি জেলার ২৮৬ স্থানে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে ৮ জানুয়ারী দেশের ৩৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল(ইউটি)-এর ৭৩৬টি জেলায় অনুষ্ঠিত হয়েছে।
ইতোমধ্যে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ৩রা জানুয়ারী সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেক উৎপাদিত ‘কোভিশিল্ড’ এবং ‘কোভ্যাক্সিন’ নামক দুটি করোনভাইরাস টিকা ‘সংরক্ষিত জরুরী ব্যবহার’-এর অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!