সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতিসহ উচ্চ পর্যায়ের ১০ জেনারেলের রদবদল

  • আপডেট সময় শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে গত ২৪শে ডিসেম্বর ১০জন জেনারেলের কর্মস্থল বদলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে তাদের মধ্যে পদোন্নতি পেয়ে ১জন লেফটেন্যান্ট জেনারেল এবং ৪জন মেজর জেনারেল হয়েছেন। সেনা সদর থেকে এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের(অ্যার্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে কোয়ার্টার মাস্টার জেনারেল(কিউএমজি) করে সেনাসদরে নিয়ে আসা হয়েছে। গত বছর আগস্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ। তখনই তাকে অ্যার্টডকের দায়িত্ব দেওয়া হয়েছিল।
মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়া চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এস এম মতিউর রহমানকে অ্যার্টডকের নতুন জিওসি করা হয়েছে। যা কার্যকর হবে তার নতুন দায়িত্ব গ্রহণের দিন থেকে। এস এম. মতিউর রহমান গত ২০১৮ সালের ২৮শে আগস্ট হতে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে যোগদান করেন। তিনি যোগ দেওয়ার পর হতে পার্বত্য চট্টগ্রাম মাটি ও মানুষের জন্য অনেক অবদান রাখেন। দেশদ্রোহী বিশ্বাসঘাতক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পার্বত্য চট্টগ্রামের ভূখন্ড রক্ষার জন্য ওনার পদক্ষেপ গুলো যুগোপযোগী। সন্ত্রাসী গোষ্ঠীর আতঙ্ক হিসেবে ছিলেন এস এম মতিউর রহমান। তার পদোন্নতিতে পার্বত্যবাসী অভিনন্দন জানিয়েছেন।
আর ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হয়েছেন মেজর জেনারেল সাইফুল আবেদীন। তিনি সাভারে নবম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। এর আগে সাইফুল আবেদীন তিন বছর প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের(ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারীতে নবম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পান। পার্বত্যবাসী নতুন এই জিওসি সাইফুল আবেদীনকেও স্বাগতম জানিয়েছে।
এবারের রদবদলে নবম পদাতিক ডিভিশনের জিওসি হয়েছেন স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের (এসআইঅ্যান্ডটি) কমান্ড্যান্টের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
আর যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল হুমায়ুন কবিরকে লজিস্টিকস এরিয়ার এরিয়া কমান্ডার করা হয়েছে।
ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদকে সেনাসদরে নিয়ে আসা হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে।
এ ছাড়াও ৪জন ব্রিগেডিয়ার জেনারেল পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। তাদের মধ্যে মোঃ খালেদ আল-মামুনকে এমআই পরিদপ্তর থেকে সেনা সদরের সামরিক সচিব করা হয়েছে। আগের সামরিক সচিব ওয়াকার-উজ-জামান গত মাসে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে পিএসও হওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।
সেনাসদরের আইটিডি পরিদপ্তরের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ তারেক হোসেনকে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করে ঘাটাইলে পাঠানো হয়েছে।
৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম কামরুল হাসানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
এছাড়াও অ্যার্টডকের ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারীকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের(এসআইঅ্যান্ডটি) কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!