শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে : সজীব ওয়াজেদ জয়

  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের মূল নেতা হবে।
তিনি বৃহস্পতিবার রাতে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়ে এক ওয়েবিনারে বলেন, ‘আমাদের বিশ্বাস বাংলাদেশ আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবে অন্যতম প্রধান নেতা হতে চলেছে। আমরা কেবল আশা করি না বরং আমরা পরিকল্পনা করি এবং আমরা বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রধান নেতা হওয়ার বিষয়ে আকাঙ্খা পোষণ করছি।’
আইসিটি বিভাগ ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-এর অংশ হিসাবে ‘এমব্রেইসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নর্ম’ শীর্ষক এ ওয়েবিনারটি আয়োজন করে।
জয় বলেন, ‘আমি বিশ্বাস করি এটি সম্পূর্ণ সম্ভব। এটি কেবল স্বপ্ন নয়, এটি সম্ভব। আমরা জানি না পরবর্তী বড় প্রযুক্তিগুলো কী কী হতে চলেছে। তবে, আমি প্রতিশ্রুতি দিতে পারি যে এর মধ্যে কয়েকটি প্রযুক্তি বাংলাদেশ থেকে আসবে।’
তিনি যোগ করেন, ‘আমাদের সক্ষমতা আছে। আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা এটি করতে পারি। আমরা এখন ভবিষ্যতের প্রযুক্তির পরবর্তীর্ চ্যাপ্টার এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ অন্যান্য দেশ থেকে প্রযুক্তি আনার পরিবর্তে এখন পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবন করতে চায়।
তিনি যোগ করেন, ‘আমরা চতুর্থ শিল্প বিপ্লবের উৎসাহের কেন্দ্র গড়ে তুলছি। আমরা কেবল অন্যের প্রযুক্তির উপর নয়, গবেষণার দিকে মনোনিবেশ করছি। আমরা পরবর্তী প্রজন্মের প্রযুক্তির অন্যতম নেতা হতে চাই।’
তিনি আরো বলেন, এ বিপ্লবে নেতৃত্ব দিতে সরকার আইসিটি খাতের উন্নয়নের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করেছে।
তিনি বলেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ব্লকচেইন, ইন্টারনেট অফ থিংস, ন্যানো প্রযুক্তি, বায়োটকনোলজি, রোবোটিকস ও মাইক্রোপ্রসেসর এবং সফ্টওয়্যার ডিজাইনিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছি।
সাইবার সুরক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নতুন সাইবার সুরক্ষা আইন আছে। আমরা সাইবার সিকিউরিটি সেল এবং জাতীয় মনিটরিং সেল স্থাপন করছি। এই সব উদ্যোগ আমাদের দেশে অনলাইন সুরক্ষা নিশ্চিত করবে।’
আইসিটি সেক্টরে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন যে ডিজিটাইজেশনের ফলে সময় ও দূরত্ব এখন আর ফ্যাক্টর নয়। তিনি ওয়াশিংটন ডিসি থেকে ওয়েবিনারে যোগ দিয়েছেন এবং অনেকে বিভিন্ন দেশ থেকে যোগ দিয়েছেন।
জয় বলেন, কোভিড-১৯ মহামারী চলাকালীন আইসিটি খাত অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ওয়েবিনারে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং বিভিন্ন দেশের আইসিটি বিষয়ক মন্ত্রীগণ এতে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!