॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ ১৯৭১ সালের ২রা ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতা অর্জন করে।
আজ ২রা ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ৪৯তম স্বাধীনতা দিবস। আজ আমিরাত বিশ্বের উন্নত দেশের শামিল। পরিকল্পনা ও কর্মদক্ষতার মধ্যদিয়ে আমিরাত বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আবুধাবী, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইম, উম্মে আল কুইন ও ফুজিরা-সাতটি প্রদেশ নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত। প্রতিটি প্রদেশে আলাদা শাসন ব্যবস্থা থাকলেও একতাই শক্তি মনে করেন তারা। দুবাই ব্যবসা বানিজ্যের জন্য পরিচিতি পেয়েছে। আমিরাতের রাজধানী আবুধাবী ও বাণিজ্যিক রাজধানী দুবাই পৃথিবীর অন্যতম বসবাসযােগ্য নিরাপদ শহর বলে পরিচিতি লাভ করেছে।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাজানো হয়েছে সারা আমিরাতকে। নানা রঙের ব্যানার ফেস্টুন আর আলোর ঝলকানিতে প্রতিটি শহররে দালানগুলি অপূর্ব লাগছে। স্কুল কলেজ, অফিস আদালত, সুপার ও হাইপার মার্কেট সেজেছে নানা সাজে। ঘোষণা করা হয়েছে তিন দিনের জাতীয় ছুটি।
এ উপলক্ষে সুপার ও হাইপার মার্কেট, হোটেল রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র ও বিভিন্ন ট্রেডিং কোম্পানী বিশেষ ছাড় দিয়েছে। তবে এবার কোভিট-১৯(করোনা ভাইরাস) এর জন্য আনন্দটা কিছুটা কম হচ্ছে। তারপরও চোখ ধাঁধানো নানা আয়ােজন সবাইকে মুগ্ধ করেছে।