বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

অক্টোবরে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াতে পারে ২লাখ ৩৩হাজার

  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০

॥আন্তর্জাতিক ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন গত ৮ই অক্টোবর প্রকাশিত এক পূর্বাভাবে বলেছে, আগামী ৩১শে অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আকান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩৩ হাজারে দাঁড়াতে পারে।
নতুন এই সমন্বিত হিসাবে আশঙ্কা করা হয়, ৩১শে অক্টোবর নাগাদ সপ্তাহগুলোতে কোভিড-১৯ এ ২হাজার ৮০০ থেকে ৬ হাজার জনের মৃত্যু হতে পারে এবং এতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৪ হাজার থেকে ২ লাখ ৩৩ হাজারে দাঁড়াতে পারে।
অঙ্গরাজ্য ও আঞ্চলিক পর্যায়ে সমন্বিত পূর্বাভাসে বলা হয়, আগামী ৪ সপ্তাহে ৭টি অঙ্গরাজ্যে মৃত্যুর হার হ্রাস পেতে পারে। ভবিষ্যতে মৃত্যুর প্রবণতা অনিশ্চিত বা অন্যান্য অঙ্গরাজ্য ও অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৫ লাখ ৯১ হাজারের বেশী লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মোট ২ লাখ ১২ হাজার ৪০০ লোকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!