বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পুতিনের আহবানে ইরান বিষয়ক সম্মেলনে যোগ দেবে না ট্রাম্প

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০

॥আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত ইরান বিষয়ক জরুরি সম্মেলনে অংশ নেবেন না।

নিউজার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “সম্ভবত আমি এতে যোগ দেব না, আমি নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করবো ভাবছি।”

পুতিন শুক্রবার উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা হ্রাসে ইরান বিষয়ে সম্মেলন আয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জার্মানির প্রতি আহবান জানিয়েছেন।

পুতিন বলেন, চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইরান এই ভিডিও সম্মেলনে অংশ নেবে।

ক্রেমলিনের এক বিবৃতিতে পুতিন বলেন, “এটি একটি জরুরি ইস্যু।”

রাশিয়ার মিত্র ইরানের বিরুদ্ধে “অভিযোগ ছিল ভিত্তিহীন” এ কথা উল্লেখ করে পুতিন বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান ইস্যুতে আলোচনা জরুরি হয়ে পড়েছে।”

নিরাপত্তা পরিষদ শুক্রবার ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতভাবে নাকোচ করে দিয়েছে। এটি ইরানের পরমাণু চুক্তির ব্যাপারে একটি বিশাল ইতিবাচক পদক্ষেপ।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মাত্র দুই সদস্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ২০১৮ সালে ইরানের পরমাণু চুক্তি থেকে ট্রম্পের সরে যাওয়ার পর থেকে ওয়াশিংটন এবং এতে তার ইউরোপিয়ান মিত্রদের মধ্যে বিভাজন প্রতিফলিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!