রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘœ করতে ডিসিদের প্রতি বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ঢাকা বিভাগীয় কমিশনারের আয়োজনে গতকাল ২১শে জুন দুপুর ২টায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রী পরিবহন নিরাপদ ও নির্বিঘœ করার নিমিত্তে ‘নিরাপদে ঘরে ফেরা’ শীর্ষক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে ঢাকা বিভাগের ১৩টি জেলার জেলা প্রশাসকদের সাথে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী কালেক্টরের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট সদন চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ এবং বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ম্যানেজার মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার মহাসড়কে যাত্রী পরিবহন নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এছাড়াও ঢাকা থেকে আসন্ন ঈদে ঘরে ফেরা সাধারণ মানুষ যাতে কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয় সে বিষয়ে ঢাকা বিভগীয় কমিশনার জেলা প্রশাসকসহ জেলার সংশ্লিষ্ট সকল বিভাগকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার উপর গুরুত্বারোপ করেন। এ সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ঘাটে যাত্রী পারাপারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে আসন্ন ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাটের যাত্রী পারপারে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার সার্বিক ব্যবস্থাপনার তথ্য উপস্থাপন করেন এবং ঘাট দিয়ে ঘরে ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো সব সম্পন্ন করা হয়েছে বলে ঢাকা বিভাগীয় কমিশনারকে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!