Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকারী কোয়ার্টারে বসেই ইয়াবা সেবন করে রাজবাড়ীর বসন্তপুর রেল ক্রসিংয়ের গেট কিপার ওমর !

॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেল ক্রসিংয়ের গেট কিপার ওমর আলীর(৩৮) ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গেট কিপার ওমর আলী তার সরকারী ইউনিফর্মটি খুলে কোলের মধ্যে নিয়ে বসে ইয়াবা সেবন করছে। পাশ থেকে এক ব্যক্তি তাকে ইয়াবা সেবনে সহযোগিতা করছে। তবে ভিডিওতে ওই ব্যক্তির চেহারা দেখা যায়নি।

স্থানীয়রা জানান, ওমর আলী তার থাকার জন্য বরাদ্দকৃত রেলওয়ের সরকারী কোয়ার্টারটিকে মাদক সেবনের আখড়ায় পরিণত করেছে। মাদকসেবী বন্ধুদের নিয়ে কোয়ার্টারে বসে নিয়মিত সে ইয়াবা সেবন করে। এছাড়াও সে তার কোয়ার্টারের সামনে দিয়ে স্কুলে যাতায়াত করা মেয়েদেরও উত্যক্ত করে। এলাকাবাসী তার এসব অপকর্মের প্রতিবাদ করলেও কোন লাভ হয়নি। তারা মাদকসেবী গেট কিপার ওমর আলীর অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

জানা গেছে, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা ওমর আলী ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে মাস্টার রোলে গেট কিপার হিসেবে যোগ দেয়। ২০১৭ সাল থেকে সে বসন্তপুর রেল ক্রসিংয়ে গেট কিপার হিসেবে কর্মরত রয়েছে। দীর্ঘ দিন একই স্থানে কর্মরত থাকায় স্থানীয় বখাটেদের তার সখ্যতা গড়ে উঠেছে।

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে জানতে চাইলে গেট কিপার ওমর আলী ইয়াবা সেবনের কথা স্বীকার করে বলেন, মানুষ মাত্রই ভুল আছে। আমার ভুল হয়েছে।

রাজবাড়ী রেলওয়ের ঊর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী(পথ) জিহাদ হোসেন বলেন, আমাদের কাছে গেট কিপার ওমর আলীর বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগ এসেছে। আমরা অভিযোগের বিষয়টি তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।