॥স্টাফ রিপোর্টার॥ যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গতকাল ১৪ই জুলাই এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন তিনি।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ হুমায়ূন কবির জানান, শাহীন চাকলাদার নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট।
সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১শে জানুয়ারী মৃত্যুবরণ করায় যশোর-৬ আসনটি শূন্য হয়। উল্লেখ্য, যশোর-৬ সংসদীয় আসনে গত ২৯শে মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এ নির্বাচন করেছে ইসি।