॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল ১৪ই জুলাই নতুন করে আরও ৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫৭ জনে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ১৪ই জুলাই আরও ৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ১১ই জুলাই নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে ৩০ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।
নতুন শনাক্তদের মধ্যে ৮ জন রাজবাড়ী সদর, ১৬ জন পাংশা ও ৬ জন কালুখালী উপজেলার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫৭ জনে। আক্রান্তদের মধ্যে ৩৭৬ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৫ জন মারা গেছেন। এছাড়া ৩৬ জন হাসপাতালে ভর্তি এবং ৩১৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে ৫ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ৫ হাজার ৩৫৩ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ১৮৭ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে।
গতকাল ১৪ই জুলাই যে ৩০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার কানাই সরকার(৩২), আব্দুল্লাহ আল মামুন(৫১), অমিত কুমার হালদার(৩৩), আলমগীর(৫০), তিফি(২৩), অজিত রঞ্জন বসু(৪০), গোলাপী(৬০), বাবু(৫৬), মিথুন বিশ্বাস(৩০), জামাল উদ্দিন(৫৫) ও মোঃ আঃ গফফার(৩০), পাংশা উপজেলার মোঃ আমিরুল ইসলাম টুকু(৩৯), কাজী ববি(৩৭), মিঠুন(৩০), শিমুল(৩৩), ইন্দ্রজিৎ(৫৫), তুলসী লতা সরকার(৮৫), মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রত্যয় বিশ্বাস, প্রতীম বিশ্বাস, শিল্পী বিশ্বাস(৩০), বিপুল কুমার বিশ্বাস, মশিউর রহমান(২০), তানভীর হাসান(২৫), জিন্নাতুন নেছা(৪৮), গৌতম দাস(৩৬) ও জীবন(২৬) এবং গোয়ালন্দ উপজেলার রাহেলা(৪০), রমজান আলী(৫৫), অনিকা আক্তার(২৮), রেজাউল করিম(৩১), ওয়াসিম(৩৮) ও তাসলিমা(৫০)।